১৬ জুলাই, ২০১৯ ২০:০৮

সমৃদ্ধ দেশ গড়তে প্রতিটি কাজের ফলোআপ জরুরি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

সমৃদ্ধ দেশ গড়তে প্রতিটি কাজের ফলোআপ জরুরি

‘মুজিববর্ষ ২০২০: ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে বক্তারা বলেছেন, ‘প্রতিটি কাজের ফলোআপ অত্যন্ত জরুরি। একটি কাজ করার পর কাজটির পরবর্তী অবস্থা, করণীয় এবং শেষ না হওয়া পর্যন্ত তদারকি করা দরকার। নতুবা একটি কাজ কিছুটা করলাম, এরপর এ কাজের আর কোনো খবর নেওয়া হবে না, এমনটি হলে কাজটিই অসম্পূর্ণ থেকে যাবে। তাই সমৃদ্ধ দেশ গড়তে প্রতিটি কাজের ফলোআপ করা জরুরি।’    

মঙ্গলবার চট্টগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু হাসান সিদ্দিক। উপস্থিত ছিলেন পটিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় প্রমুখ। 

চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে তথ্য ও প্রযুক্তি খাতে কর্মরত ৫০ জন অংশগ্রহণ করেন। সেমিনারে ‘মুজিববর্ষ ২০২০: ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক’ বিষয়ে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারি প্রোগ্রামার মোহাম্মদ এনামুল কবীর। পরে অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু হাসান সিদ্দিক বলেন, সরকার প্রতিটি দপ্তরে আমাদেরকে নিয়োজিত করেছে। এখন প্রতিটি কাজকেই আমাদের নিজের বলে মনে করে আন্তরিকতার সঙ্গে শেষ করতে হবে। না হয় করার জন্য করা এবং ইচ্ছা বা মন চাইলেই করব, এমন মানসিকতা আমাদের পরিহার করতে হবে। তবেই আমরা ডিজিটাল বাংলাদেশ গড়তে পারব।’  

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর