চট্টগ্রামে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপÍর। গ্রেফতারকৃতদের মধ্যে একজন রোহিঙ্গাও রয়েছেন। মঙ্গলবার নগরীর পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান বলেন মঙ্গলবার সকালে কোতোয়ালী থানাধীন মহল মার্কেট এলাকায় অভিযান সাদ্দাম হোসেন নামে এক রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়। এসময় তার প্যান্টের পকেট থেকে ২ হাজার ৪ শ’ পিস ইয়াবা জব্দ করা হয়। দিনের অপর একটি অভিযানে বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে মো জুবায়ের নামে এক ব্যক্তির জুতোর শুকতলা থেকে দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার