বিএনপিকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, 'বঙ্গবন্ধু হত্যাসহ সব নারকীয় হত্যাকাণ্ডের আশ্রয়-প্রশ্রয়দাতা বিএনপি। এই দলটি যুদ্ধাপরাধীদের লালন পালন এবং চিহ্নিত খুনি ও সন্ত্রাসীদের পুনর্বাসন করেছে এদেশের মাটিতে। তাই বিএনপি নামক এই চক্রটিকে আইনগতভাবে নিষিদ্ধ করা হোক। এ দেশের স্বাভাবিক রাজনৈতিক ধারাকে ভিন্নভাবে প্রবাহিত করে রাজনৈতিক পায়দা লুটার দল বিএনপি।'
বৃহস্পতিবার নগর আওয়ামী লীগের উদ্যোগে চট্টগ্রাম নগরীর ষোলশহর ওয়ার্ডে বৃক্ষরোপণ ও বৃক্ষচারা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত সাধারণ এলাকাবাসী ও শ্রমিকদের উদ্দেশ্যে নাছির বলেন, 'রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বন্ধ করার পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে প্রতিটি শ্রমিক কর্মচারীর বেতনভাতা তাদের হাতে পৌঁছে যাবে। এ নিয়ে কোনো ধরনের সংশয় তৈরির অবকাশ নেই। যখনই বন্ধ পাটকলগুলো নতুন করে চালু হবে তখন এতদিন যারা নিয়োজিত ছিলেন তাদেরই পুনঃনিয়োগ প্রদান করা হবে। এসকল লক্ষ্য পূরণে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ শ্রমিকদের পাশে থাকবে।'
অনুষ্ঠানে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, 'রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি অরাজনৈতিক সামাজিক আন্দোলন সমাজ প্রগতির আরেকটি মাধ্যম। রাজনৈতিক আন্দোলনে ক্ষমতা দখলের বিষয়টি বড় হয়ে উঠলেও সামাজিক আন্দোলনগুলো সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের সহায়ক। তাই বৃক্ষরোপণের মতো সামাজিক আন্দোলনগুলো সার্বিক কল্যাণ বয়ে আনবে দেশ ও মানুষের।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মশিউর রহমানের সঞ্চালনায় স্বনির্ভও ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ৭ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী রাশেদ আলী জাহাঙ্গীর।
অনুষ্ঠানে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের উপদেষ্টা শফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, কার্যনির্বাহী সদস্য হাজী বেলাল আহমদ, ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ