চট্টগ্রামে নাসিম উদ্দিন খন্দকার নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে নগরীর বন্দর থানাধীন বারিক বিল্ডিং মোড় এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নাসিম কুমিল্লার দেবিদ্বারের আব্দুল মান্নানের সন্তান। তিনি নগরের হালিশহর কে ব্লকের নিঝুম আবাসিক এলাকায় থাকতেন।
বন্দর থানা পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নাসিমের অফিসের দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া লাশ সিলিংয়ে ঝুলানো অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন