করোনাভাইরাসের সংক্রামণ রোধ করতে রাজধানীর পর চট্টগ্রামেও আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
চট্টগ্রামে বসবাসরত শিয়া সম্প্রদায়ের লোকেরা প্রতিবছর মহররমের দিন তাজিয়া ও শোক মিছিল করে আসছিল নগরীতে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এবার তাজিয়া মিছিল নিষিদ্ধ করেছে পুলিশ প্রশাসন।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান।
এক বিবৃতিতে তিনি বলেন, করোনা সংক্রমণ ঠেকাতে ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে পবিত্র আশুরা উপলক্ষে সব ধরনের তাজিয়া, শোক মিছিল নিষিদ্ধ করা হয়েছে। তবে নগরবাসী স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় অনুষ্ঠান তথা নামাজ, মিলাদ, জিকির-আজকার করতে পারবে। তাতে পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তা দেবে।
একই সঙ্গে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত সব ধরনের অনুষ্ঠানস্থলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকছে এবারও।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন