চট্টগ্রামের পাহাড়তলী নয়াবাজার মৌসুমি আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মো. বরকত আলম (৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার বাড়ি থেকে ৫ হাজার ৭৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাবের হাতে গ্রেফতার বরকতের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার পূর্ব কালেঙ্গা এলাকায়।
র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, মো. বরকত আলম আগে রিকশা চালাতেন। পরে লেগুনা চালিয়েছেন। একপর্যায়ে তিনি ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েন।
কক্সবাজারের উখিয়া এলাকার এক ব্যক্তির কাছ থেকে ইয়াবা এনে চট্টগ্রাম শহরে বিক্রি করেন বরকত। সাত মাস আগে বাসা বদল করে নতুন বাসা নিয়েছেন নয়াবাজার মৌসুমি আবাসিক এলাকায়। সেখানে বসেই ইয়াবা বিক্রি করতেন তিনি। আটকের পর তাকে পাহাড়তলী থানায় সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/ আবু জাফর