পটিয়ার ইন্দ্রপুল বাইপাসের শেয়ানপাড়া এলাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় দুই বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা হলেন- পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আরমান উদ্দীন ও তার মামাতো ভাই শোভনদণ্ডী ইউনিয়নের লিফাতুল ইসলাম। রবিবার বিকেল সোয়া চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পটিয়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মামাত ও ফুফাত ভাই পটিয়ার বাইপাস সড়কে বাইসাইকেল চালিয়ে যাওয়ার পথে অজ্ঞাত দ্রুতগতির বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। স্থানীয় লোকজন কিংবা প্রত্যক্ষদর্শীরা ওই গাড়ির নম্বর দৃষ্টিগোচর করার আগেই পালিয়ে যায়।
নিহতদের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পটিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক বিমল ভৌমিক।
বিডি প্রতিদিন/এ মজুমদার