২০ সেপ্টেম্বর, ২০২০ ১৯:৩১

খাতুনগঞ্জে পিঁয়াজের দাম কমেছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

খাতুনগঞ্জে পিঁয়াজের দাম কমেছে

ফাইল ছবি

দেশের বাজারে পিঁয়াজের দাম কমতে শুরু করেছে। রবিবার দেশের অন্যতম পাইকারি বাণিজ্য কেন্দ্র খাতুনগঞ্জে পিঁয়াজের দাম প্রতি কেজিতে ২ থেকে ৫টাকা পর্যন্ত কমেছে। গত প্রায় চার দিনের ঊর্ধ্বমুখী পিঁয়াজের বাজার এখন তাই নিম্নমুখী হয়ে। রবিবার ৫৫ থেকে ৫৮ টাকা দামা বিক্রি হয়েছে। এর আগে ৬০ টাকার কমে কোনো আড়তেই পিঁয়াজ বিক্রি হয়নি বলে জানান ব্যবসায়ীরা। ভারতীয় ও অন্যান্য দেশের আমদানি করা পিঁয়াজ একসঙ্গে ঢুকলে খাতুনগঞ্জসহ প্রতিটি পাইকারি মোকামে পিঁয়াজের দাম আরো অনেক কমে যাবে।

এদিকে খাতুনগঞ্জে রবিবার পাইকারি বাজাওে পিঁয়াজের তেমন ক্রেতা ছিল না বলে জানা গেছে। দাম আরও কমলে চাহিদাও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট আড়তদার ও ব্যবসায়ীরা। 

এ প্রসঙ্গে খাতুনগঞ্জের হামিদুল্লাহ মার্কেটের আড়তদার রিতাপ উদ্দিন বাবু বলেন, একদিকে পিঁয়াজ নিয়ে ক্রেতা-বিক্রেতা সবার মনে শঙ্কা ও সন্দেহের দোলাচল কাজ করছে, তার উপর বৃষ্টিপাত হওয়াতে তেমন কোনো বেচা-বিক্রি হয়নি আজ (রবিবার)। তবে নতুন করে পিঁয়াজের কোনো গাড়িও খাতুনগঞ্জে আসেনি। দুয়েকদিনের মধ্যে দাম আরও অনেক কমে যাবে।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর