চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, ‘সড়ক দুর্ঘটনারোধ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হলে সরকারের পাশাপাশি পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী, পথচারীসহ সংশ্লিষ্ট সকলকেই নিজ নিজ অবস্থান থেকেই একযোগে কাজ করতে হবে। সবাই সতর্ক ও সচেতন থাকলেই আমাদের সড়ক নিরাপদ হবে।’
বৃহস্পতিবার বিকালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর উদ্যোগে আয়োজিত গাড়ী চালক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু হলে ‘মুজিব বর্ষের শপথ- সড়ক করবো নিরাপদ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিরাপদ সড়ক চাই নগর কমিটির সভাপতি এস.এম আবু তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ট্রাফিক (দক্ষিণ) মোহাম্মদ শহিদুল্লাহ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, নগর পরিকল্পনাবিদ স্থপতি আশিক ইমরান, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জু, বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন (সিলেট-চট্টগ্রাম পূর্বাঞ্চলীয় কমিটি)’র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। সংগঠনের সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীবের স্বাগত বক্তব্যে শুরু হওয়া গাড়ী চালক সমাবেশ সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ এনামুল হক।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ