চট্টগ্রামের পটিয়া উপজেলার বাইপাস সড়কে বাসের ধাক্কায় মো. জাকারিয়া (৩২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় বাইপাস সড়কের দক্ষিণ ঘাটা চৌধুরী বাড়ির টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মোটরসাইকেলে চট্টগ্রাম শহর থেকে লোহাগাড়ার নিজ বাড়িতে যাচ্ছিলেন জাকারিয়া। বাইপাস সড়কে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসা একটি বাসের সঙ্গে জাকারিয়ার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
চট্টগ্রাম জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জাকির হোসেন বলেন, ‘জাকারিয়ার মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ