চিকিৎসক নেই, নার্স নেই, মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট নেই, টেকনিশিয়ান নেই, নেই প্রয়োজনীয় মানসম্পন্ন চিকিৎসা উপকরণ, জরুরি বিভাগ ও সুষ্ঠু মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা। সর্বোপরি অনুমোদন নেই স্বাস্থ্য অধিদফতরের। এতসব নেই নিয়েই পরিচালিত হচ্ছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী এলাকার জনসেবা ডায়াগনস্টিক সেন্টার এবং কালিবাড়ি আইডিয়াল ক্লিনিক। তবে মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে এ দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে বন্ধ করে দেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জুবায়ের আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহিদ মোহাম্মদ সাইফুদ্দিন ও ডা. সাদ্দাম হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জুবায়ের আহমেদ বলেন, ‘স্বাস্থ্যসেবা না মেনে খুবই খারাপ পরিবেশে দুইটি প্রতিষ্ঠান পরিচালিত হয়ে আসছিল। এ দুটি প্রতিষ্ঠানের স্বাস্থ্যসেবা প্রদানের ন্যুনতম পরিবেশও নেই। তাই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইটিকেই সিলগালা করে দেয়া হয়।’
জানা যায়, নিয়মানুযায়ী বেসরকারিভাবে হাসপাতাল, ডায়াগনস্টিক ও ল্যাব পরিচালনায় স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, সিভিল সার্জন কার্যালয় থেকে লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসক, ডিপ্লোমা নার্স, আধুনিক মানসম্পন্ন সরঞ্জামাদি, জরুরি বিভাগ ও সুষ্ঠু মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার বাধ্যবাধকতাও রয়েছে। কিন্তু এ দুটি প্রতিষ্ঠানের এগুলোর অনুমোদন ছিল না।
বিডি প্রতিদিন/এ মজুমদার