পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে চট্টগ্রামের বোয়ালখালী থানার বরখাস্তকৃত ওসি হিমাংশু দাশসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন শিক্ষানবিশ আইনজীবী সমর কৃষ্ণ চৌধুরী। সোমবার পটিয়া যুগ্ম জেলা জজ আবদুল কাদেরের আদালতে এ মামলা দায়ের করেন বলে জানান বাদীর আইনজীবী গৌতম চৌধুরী পার্থ।
তিনি বলেন, মামলার বাদীকে অস্ত্র ও ইয়াবা দিয়ে ফাঁসানো, শারীরিক ও মানসিক নির্যাতন করেছিলেন। এর ক্ষতিপূরণ চেয়ে আদালতে ৫ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, ২০১৮ সালের ২৭ মার্চ সমর কৃষ্ণ চৌধুরীকে ধরে নিয়ে যায় পুলিশ। এরপর তাকে অস্ত্র ও ইয়াবার তিনটি মামলা দিয়ে আদালতে চালান করে দেয় বোয়ালখালী থানা পুলিশ। এসব মামলায় দেড় মাস কারাভোগ করেন তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার