দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধসে পড়েছে বলে দাবি করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। শুক্রবার বিকেলে নগরীর গোসাইলডাঙ্গা এলাকায় দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় এবং করোনা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।
ডা. শাহাদাত বলেন, ‘দেশের গণতান্ত্রিক ও নির্বাচনী ব্যবস্থা ধসে পড়েছে। নির্বাচন কমিশন ও কমিশনারদের উপর মানুষের আর আস্থা নেই। আগে থেকে তাদের বিরুদ্ধে ভোট ডাকাতির অভিযোগ ছিল। এখন তারা দুর্নীতির অভিযোগেও অভিযুক্ত। তারা নির্বাচনের নামে তামাশা চালাচ্ছে।’
৩৬নং গোসাইলডাঙ্গা বিএনপি’র সাধারণ সম্পাদক হুমায়ন কবির সোহেলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নগর বিএনপি’র সদস্য সচিব আবুল হাসেম বক্কর, নগর বি এন পির যুগ্ন আহবায়ক এসএম সাইফুল আলম, ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য কামরুল ইসলাম, গাজী মো. সিরাজ উল্লাহ প্রমুখ।
ডা. শাহাদাত অভিযোগ করে বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের আগে থেকে বিএনপি নেতা কর্মীদের বাসায় বাসায় পুলিশ গিয়ে হয়রানি শুরু করেছে। এটা নির্বাচন বানচালের ষড়যন্ত্র, এসব চলতে দেয়া হবে না। নির্বাচনে কোন ধরনের কারচুপি হলে, আবারো জাতীয় নির্বাচনের মতো চুরি করলে জনগণকে সাথে নিয়ে দাঁতভাঙা জবাব দেয়া হবে।’
বিডি প্রতিদিন/হিমেল