চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নবনির্বাচিত মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী দায়িত্বভার গ্রহণের পর ১০০ দিনের কর্মসূচিতে মশক নিধন, পরিচ্ছন্নতা, সড়ম মেরামত ও বাসযোগ্য নগর গড়ার কর্মসূচিকে অগ্রাধিকার দিয়েছেন।
বুধবার সকালে চসিকের পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারি ও সুপারভাইজারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরিকল্পনার কথা ঘোষণা করেন।
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী। উপস্থিত ছিলেন চসিকের আঞ্চলিক কার্যালয় জোন-৬ এর নির্বাহী কর্মকর্তা আফিয়া আকতার, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম।
মেয়র বলেন, যারা আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন, তাদের সব ধরনের সহায়তা করার সর্বোচ্চ চেষ্টা করবো। কেউ যদি দায়িত্ব পালনে অবহেলা করেন, তাহলে কোনো ছাড় নয়। কারণ চসিক পরচ্ছিন্ন বিভাগ নিয়ে নগরবাসীর অভিযোগ বেশি। কাজেই এই অভিযোগ মিথ্যা প্রমাণ করতে আন্তরিকভাবে কাজ করবেন এটাই প্রত্যাশা।
বিডি প্রতিদিন/এ মজুমদার