চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মো. আসিফ নামে এক কিশোর নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে জেলার আনোয়ারা থানাধীন পারকী সৈকত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আসিফ চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া এলাকার আবুল কালামের ছেলে।
আনোয়ারা থানা পুলিশ সুত্রে জানা যায়, নিহত কিশোর আসিফ মোটরসাইকেল নিয়ে পারকী সৈকতে বেড়াতে যাওয়ার পথে একটি সিএনজি তাকে ধাক্কা দেয়। এতে সে মারাত্বকভাবে আহত হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত