চট্টগ্রামে অভিযান চালিয়ে ১৭৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৭। তারা হলেন- মো. নেজাম উদ্দিন ও দিদারুল আলম। বুধবার বিকেলে জেলার হাটহাজারী থানাধীন মদনহাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৭ হাটহাজারী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো মুশফিকুর রহমান বলেন, ‘হাটহাজারীর মদনহাট এলাকায় অভিযান চালিয়ে ১৭৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’ তিনি জানান, ‘গ্রেফতারকৃত দুই জনই পেশাদার মাদক ব্যবসায়ী। তারা কক্সবাজার থেকে ইয়াবার চালানা নিয়ে উত্তর চট্টগ্রামের বিভিন্ন জায়গায় খুচরা ও পাইকারে বিক্রি করতো।
বিডি প্রতিদিন/এ মজুমদার