৩ মে, ২০২১ ২০:৩৯

ফটিকছড়িতে ৪১ হাজার পরিবারকে মানবিক সহায়তা প্রদান

চট্টগ্রাম প্রতিনিধি

ফটিকছড়িতে ৪১ হাজার পরিবারকে মানবিক সহায়তা প্রদান

পবিত্র মাহে রমজান উপলক্ষে এবং মহামারী করোনায় ক্ষতিগ্রস্ত পরিবহন শ্রমিক, দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে ৪১ হাজার ১৯ পরিবারকে আর্থিক অনুদান ও মানবিক সহায়তা হস্তান্তর করেছেন স্থানীয় এমপি  ত্বরিকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

সোমবার দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা পরিষদ মাঠে এবং ২টি পৌরসভা ও ১৮টি ইউনিয়নে এক যোগে এ সহায়তা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

এদিন, ৯ হাজার ৫০০ পরিবারকে নগদ অর্থ, ২৯ হাজার ৭৪৪ পরিবারকে ভিজিএফ আর্থিক সহায়তা, ১ হাজার পরিবহন শ্রমিকদের খাদ্য, ৫৫ পরিবারকে ৫৫ বান্ডিল ঢেউটিন, ৩০০ পরিবারকে শিশু খাদ্য সহায়তা প্রদান করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার মো. সায়েদুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুদান ও মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এইচএম আবু তৈয়ব, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, সহকারী কমিশার (ভূমি) জিসান বিন মাজেদ, ভাইস চেয়ারম্যাম ছালামত উল্লাহ।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর