হাটহাজারী থানায় নাশকতার ঘটনায় দায়ের হওয়া পাঁচ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছেন হেফাজতে ইসলামের তিন শীর্ষ নেতাকে। তারা হলেন হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুলুন হক, জুনায়েদ আল হাবিব এবং সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার তাদের পাঁচ মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহীদুল্লাহ কায়সার।
চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) এস এম রশিদুল হক বলেন, ‘হাটহাজারীতে ঘটনার ঘটনায় মামুলুল হক, জুনায়েদ আল হাবিব এবং আজিজুল হক ইসলামাবাদীর সম্পৃক্ততা পাওয়া গেছে। তাই হাটহাজারীতে দায়ের হওয়া মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।’
এসপি বলেন, ‘দ্রুতই তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য রিমাণ্ড আবেদন করা হবে। রিমাণ্ড মঞ্জুর হলে তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে আনা হবে।’
প্রসঙ্গত, গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদির সফরকে ঘিরে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় তাণ্ডব চালান হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। তখন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা সরকারি স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এতে চারজন নিহত হন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ