চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনি এলাকায় পরিবারের সঙ্গে অভিমান করে আঁখি আখতার নামে ১৫ বছরের এক কিশোরী বিষপানে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। ওই কিশোরীর বাবার নাম মো. সৈয়দ আলী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, বিষপান করে আত্মহত্যার চেষ্টা করা ওই কিশোরীকে দুপুরে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, কিশোরীর ভাই জানিয়েছেন, পারিবারিক কোনো একটা বিষয় নিয়ে অভিমানে বিষপান করে ওই কিশোরী।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন