চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া গোদারপুল এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন-মো. ইলিয়াছ (৪৫)। তিনি বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া গ্রামের অছি মিয়ার ছেলে। অপরজন মো. আবুল কাশেম (৪০)। তিনি একই গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে। তারা রাজমিস্ত্রির কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার উপ-পরিদর্শক মো. আব্দুল আলীম বলেন, সোমবার লাশ দুটি উদ্ধার করা হয়েছে। দুইজনের শরীরে বজ্রপাতে মৃত্যুর আলামত রয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই