চট্টগ্রামে এবার লবণবাহী ট্রাক থেকে ৪৮ হাজার পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। অভিযানে ট্রাক ড্রাইভারসহ দুই জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন ট্রাক চালক মাসুম মিয়া এবং আলম হোসেন। সোমবার রাতে জেলার পটিয়া থানাধীন বাইপাস এলাকায় এ অভিযান চালানো হয়।
চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, লবণবাহী ট্রাকে করে কক্সবাজার থেকে ইয়াবা চালান গাজীপুর নেয়া হচ্ছে গোপন সূত্রে এ খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে ট্রাকটির কেবিনের সিলিংয়ে বিশেষ কায়দায় রাখা অবস্থায় ৪৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় চালকসহ দুই জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন