চট্টগ্রামে এবার প্লাস্টিকের খালি বোতলের বস্তা থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হলেন- ক্যাভার্ডভ্যান চালক মো. মনজু, সহকারী সোহাগ ও খায়রুল আলম সুজন।
অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহার করা একটি ক্যাভার্ডভ্যানও জব্দ করা হয়। মঙ্গলবার দুপুরে জেলার পটিয়া থানাধীন কমলমুন্সী হাট এলাকায় অভিযান চালানো হয়।
চট্টগ্রামের পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, প্লাস্টিকের খালি বোতলে করে অভিনব কায়দায় ইয়াবার চালান নিয়ে আসা হচ্ছে এ তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবস্থান নেয় পুলিশের একটি দল। কক্সবাজার থেকে আসা একটি ক্যাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
অভিযানে তিন জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর