চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন এশিয়ান হাইওয়ে লিংক রোড এলাকা থেকে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মো. সাইফুল ইসলাম প্রকাশ বার্মা সাইফুলকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এশিয়ান ওম্যান ইউনিভার্সিটির গেটের সামনে থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে গ্রেফতার করা হয়।
সিএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ বলেন, এশিয়ান ওম্যান ইউনিভার্সিটির গেট এলাকায় অস্থায়ী চেকপোস্টে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বার্মা সাইফুল। পুলিশও পাল্টা গুলি চালালে সে গুলিবিদ্ধ হয়।
এসময় পুলিশের ৩ সদস্যও আহত হয়েছে। পরে বার্মা সাইফুলকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় ১৮টি মামলা আছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই