চট্টগ্রাম নগরের কমার্স কলেজ সড়কের মোগলটুলী কাটা বটগাছ মোড় এলাকায় সানমার ইয়াকুব টাওয়ারটি ১০ তলা ভবন নির্মাণের অনুমোদন দেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ)। কিন্তু ভবনের মালিক মো. জানে আলম সিডিএর নিয়ম তোয়াক্কা না করে অনুমোদিত অংশের চেয়ে তিন তলা বেশি নির্মাণ করেন। তাই সিডিএ অনুমোদনহীন ভবনের বাড়তি অংশগুলো ভাঙতে অভিযান পরিচালনা করে।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী। তবে এসময় ভবনের মালিক উপস্থিত ছিলেন না।
সিডিএর অথরাইজড অফিসার-২ মো. হাসান বলেন, ‘সিডিএ থেকে ১০ তলা পর্যন্ত ভবন নির্মাণের অনুমোদন দেয়া হয়। কিন্তু ভবনের মালিক নিয়মবহির্ভূতভাবে ১৩ তলা পর্যন্ত নির্মাণ করেছে। চিঠি দিয়ে এ বিষয়ে সতর্ক করা হয়। কিন্তু মালিক তাতে কর্ণপাত না করায় নকশা বহির্ভূত অংশটুকু ভেঙে দেয়া হয়।’
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন