সাবানের ভেতর করে অভিনব কায়দায় পাচারের সময় ৪ হাজার ১শ পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ সময় গ্রেফতার করা হয় দুই মাদক ব্যবসায়ীকে। তারা হলেন মো হাবিবুল্লাহ এবং মো আবু সুফিয়ান। বৃহস্পতিবার রাতে লোহাগাড়া থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
লোহাগাড়া থানার ওসি জাকির হোসেন মাহমুদ বলেন, বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে সাবারে ভেতর করে পাচারের সময় ৪ হাজার ১শ পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় গ্রেফতার করা হয় দুই মাদক ব্যবসায়ীকে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন