চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার বেপারিপাড়া মোড়ে গলা কেটে মো. হারেস (২৮) নামে এক যুবকে হত্যা করা হয়েছে। হারেস ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার অমিতপুর এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি নগরের আগ্রাবাদ পানওয়ালা পাড়া এলাকার বড় হুজুর বাড়িতে বসবাস করতেন।
এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জসিম নামে একজনকে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে জানান ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব রব্বানী অপু।
তিনি বলেন, বেপারিপাড়া মোড়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে মো. হারিসকে আহত করে জসিম নামে এক যুবক। এ অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনা পর জসিম পালানোর সময় স্থানীয় প্রায় শতাধিক লোকজন তাকে ধরে গণপিটুনি দিয়েছেন। জসিমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালের ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
তবে এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি। ময়নাতদন্তের জন্য হারিসের মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজে মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর