চট্টগ্রামের পটিয়া উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের উদ্যোগ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা কমান্ডার আহমদ ছফা। পটিয়া উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের যুগ্ম সাধারণ মুহাম্মদ বদিউল আলম।
প্রধান অতিথির বক্তব্যে বদিউল আলম বলেন, বৃক্ষ নিধনের কারণে জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তন হয়েছে। দেশের শতকরা হিসেবে ২৫ ভাগ বনভূমি থাকার কথা থাকলেও আমাদের দেশে রয়েছে ১৬ ভাগ। শিল্প কারখানা ও বসতি স্থাপনের কারণে বনভূমি উজাড় হচ্ছে।
কর্মসূচিতে বক্তারা বলেন, বায়ুমণ্ডলে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বাড়ছে। বিপরিতে কমছে অক্সিজেনের পরিমাণ। বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। মেরু অঞ্চলের বরফ এবং বাড়ছে সমুদ্রের উচ্চতা। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, ঝড়, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এখন আমাদের নিত্যসঙ্গী। প্রকৃতির করালগ্রাস থেকে রক্ষা পেতে হলে বৃক্ষরোপণসহ নানা পদক্ষেপ গ্রহণের ব্যাপারে আমাদের এখনই সজাগ হতে হবে।
বিডি প্রতিদিন/হিমেল