২৮ জুলাই, ২০২১ ০১:০৬

আল্লামা মুফতি ইদ্রিস রেজভী আর নেই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আল্লামা মুফতি ইদ্রিস রেজভী আর নেই

আল্লামা মুফতি ইদ্রিস রেজভী

চট্টগ্রামের বোয়ালখালী চরণদ্বীপ রজভীয়া ইসলামিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য, চট্টগ্রাম জেলায় ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় ভূমিকা রাখা প্রবীণ আলেমেদ্বীন আল্লামা মুফতী ইদ্রিস রেজভী আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

মঙ্গলবার (২৭ জুলাই) তিনি চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এর আগে, গত শুক্রবার রাতে গুরুতর অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৫ বছর। 

আল্লামা মুফতি ইদ্রিস রেজভীর নামাজে জানাজা বুধবার (২৮ জুলাই) সকাল ১১টায় বোয়ালখালীর ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী, ভক্ত-অনুরক্ত রেখে যান। 

আল্লামা মুফতী ইদ্রিস রেজভী ১৯০৬ সালে বোয়ালখালীর চরণদ্বীপে জন্মগ্রহণ করেন। আল্লামা মুফতী ইদ্রিস রেজভীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।  


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর