টাকা ধার দেয়ার কথা বলে বাসা নিয়ে গিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় কামাল হোসেন ওরফে ধামা কামাল, গিয়াস উদ্দিন এবং তাদের সহযোগী রোকেয়া আকতার। শনিবার বিকেলে জেলার বোয়ালখালী উপজেলার মীরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাতে পুলিশ অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করে।
বোয়ালখালী থানার ওসি আবদুল করিম বলেন, গণধর্ষণের শিকার ওই গৃহবধূ ওষুধ কেনার জন্য পূর্ব পরিচিত রোকেয়ার কাছে দুই হাজার টাকা ধার চায়। এসময় তাকে বাসায় যেতে বলে। বাসায় যাওয়ার পর রোকেয়ার সহায়তায় গৃহবধূকে ধর্ষণ করে কামাল ও গিয়াস। তার চিৎকারে স্থানীয় এক ব্যক্তি এগিয়ে গেলে কামাল ও গিয়াস পালিয়ে যায়। পরে তিনি ওই ব্যক্তির সঙ্গে থানায় গিয়ে অভিযোগ করেন। রাতেই অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার