ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় মো. আব্দুল মান্নান (৫০) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো.আব্দুল মান্নান সীতাকুণ্ড থানার নড়ালিয়া গ্রামের মিঞাজী বাড়ির মরহুম নূর আহম্মদের ছেলে। তিনি স্থানীয় একটি ইস্পাত শিল্প কারখানায় নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। মাইক্রোবাসটি আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়বকুণ্ডের একটি ফ্যাক্টরিতে কাজ শেষ করে সকালে সাইকেলে করে পিএইচপি গেইট এলাকায় আসলে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করেন।
বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ছাদেকুর রহমান বলেন, মাইক্রোবাসের ধাক্কায় আহত মান্নান চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মাইক্রোবাসটি থানায় আটক রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার