৪ আগস্ট, ২০২১ ২০:৩৮

চট্টগ্রামে পানি জমে থাকায় ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে পানি জমে থাকায় ২০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ডেঙ্গু প্রতিরোধে পরিচালিত অভিযানে অভিযানে আবদুল করিম সাহিত্যবিশারদ সড়ক ও দামপাড়া সিডিএ অ্যাভিনিউ এলাকায় দুটি ভবনের নিচে পানি জমে থাকায় ১০ হাজার টাকা করে ২০ টাকা জরিমানা করা হয়। 

বুধবার দুপুরে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

একই অভিযানে নূর আহমদ রোড, জাকির হোসেন সড়ক, নাসিরাবাদ গার্লস স্কুল  রোড, পলিটেকনিক রোড, ষোলশহর, নাসিরাবাদ হাউজিং সোসাইটি ও সুগন্ধা আবাসিক এলাকায় করোনা ভাইরাসজনিত রোগের বিস্তার রোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করায় ৮ জনকে ১ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।  এ ছাড়া লালখান বাজার, ওয়াসা মোড়, দামপাড়া, জিইসি, চট্টেশ্বরী রোড, প্রবর্তক মোড়, গোলপাহাড়, ব্যাটারি গলি ও সার্সন রোড এলাকায় স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস পরিচালিত অভিযানে ৬ জনকে ১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় চসিক।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর