চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) একটি টিকাদান কেন্দ্রে দায়িত্বরত বিষু দে নামে এক কর্মচারী টাকার বিনিময়ে বাসায় গিয়ে টিকা দেওয়ার ঘটনায় গ্রেফতারকৃত মো. হাসান ও মোবারক আলীর জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজার আদালত এ জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, টিকার ঘটনায় গ্রেফতারকৃত দুইজনের জামিনের আবেদন করা হয়। আবেদনের ভিত্তিতে আদালত দুইজনের শুনানি শেষে জামিনের আদেশ দিয়েছেন।
জানা যায়, সরকার গত ৭ আগস্ট একদিন গণটিকা কর্মসূচি পালন করে। তখন চসিকের প্রতিটি ওয়ার্ডে তিনটি কেন্দ্রে ৯০০ জনকে টিকা দেওয়া হয়। কিন্তু চসিকের মোস্তফা হাকিম ডিগ্রি কলেজ টিকাকেন্দ্রে দায়িত্বরত বিষু দে গত ৭ আগস্ট দুপুরে জাকির হোসেন বাই লেনে জোনাব আলী ভবনে মোরশেদ আলীর বাসায় গিয়ে বিষু দে জনপ্রতি এক হাজার টাকার বিনিময়ে হাসান ও তার বন্ধু সাজ্জাদকে টিকা দেন বলে অভিযোগ ওঠে।
এ নিয়ে গত ৮ আগস্ট এমডি হাসান তার ফেসবুক আইডিতে বাসায় টিকা গ্রহণের ছবি পোস্ট দেন। বিষয়টি প্রশাসনের নজরে আসলে গত ৯ আগস্ট চসিকের কাপাসগোলা ইপিআই জোনের মেডিকেল অফিসার ডা. তপন কুমার চক্রবর্তী বাদী হয়ে ‘সরকারি টিকা আত্মসাৎ করে অবৈধভাবে ব্যবহারের’ অভিযোগে চারজনকে আসামি করে খুলশী থানায় একটি মামলা করেন। এর পর মো. হাসান (৩৫) ও মোবারক আলীকে (৩৩) গ্রেফতার করা হয় এবং বিষু দে ও টিকাগ্রহণকারী সাজ্জাদ এখনও পলাতক। এ ঘটনায় চসিক টিকা কর্মী বিষু দে’কে চাকরিচ্যুত করে একটি তদন্ত কমিটি গঠন করেছে।
বিডি প্রতিদিন/ফারজানা