চট্টগ্রাম নগরীর একটি নালা থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে সদরঘাট থানাধীন মাঝিরঘাট এলাকা থেকে এ লাশটি উদ্ধার করা হয়।
সদরঘাট থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নালা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মনে হচ্ছে লাশটি একজন ভবঘুরের। নাম পরিচয় নিশ্চিত হওয়ার জন্য কাজ করছে পুলিশ।
তিনি বলেন, লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। তবে শরীরে কিছু দাগ রয়েছে যা পুরনো মনে হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার