চট্টগ্রামের সাতকানিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আওয়ামী লীগ নেতা বশির আহমদকে গ্রেফতার করেছে র্যাব-৭। গতকাল শনিবার রাতে উপজেলা সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া বশির সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
র্যাব-৭ এর সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, ‘গত বছরের ডিসেম্বরে আলোচিত আমজাদ চেয়ারম্যান হত্যা মামলার রায় ঘোষণা করেন আদালত। রায় ঘোষণার পর থেকেই পলাতক ছিলেন এ হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বশির আহমদ। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।’
সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ‘রাতে বশির আহমদকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রবিবার তাকে আদালতে সোপর্দ করা হয়। পরে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।’
প্রসঙ্গত, ১৯৯৯ সালের ৩ অক্টোবর সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরিফ এলাকায় গুলি করে হত্যা করা হয় সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন। এ ঘটনায় তার স্ত্রী সৈয়দা রওশন আকতার বাদী হয়ে সাতকানিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। গত বছরের ডিসেম্বরে আদালত এ মামলায় আওয়ামী লীগ নেতা বশির আহমেদসহ ১০জনকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
বিডি প্রতিদিন/আবু জাফর