২৭ নভেম্বর, ২০২১ ১৯:৪৮

বাস চালককে পিটিয়ে হত্যার অভিযোগ, প্রতিবাদে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

বাস চালককে পিটিয়ে হত্যার অভিযোগ, প্রতিবাদে সড়ক অবরোধ

চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট থেকে হাটহাজারী রুটে এক চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত ওই চালকের নাম আবদুর রহিম। শুক্রবার রাতে নগরীর বায়েজিদ থানাধীন আমিন জুট মিল এলাকায় এ ঘটনা ঘটে। এ খুনের প্রতিবাদে শনিবার সকাল থেকে চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে বিক্ষুদ্ধ শ্রমিকরা। কয়েক ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করে।

সিএমপি’র পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, শুক্রবার রাতে একটি মাইক্রোবাসের যাত্রীরা আবদুর রহিমকে মারধর করে। পরে মুমূর্ষু অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎকরা তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ শুরু করেছে। এরই মধ্যে ওই এলাকার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা করা হচ্ছে।

জেলার হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, চালক হত্যার প্রতিবাদে শনিবার সকাল থেকে হাটহাজারীর মোড়ে চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন পরিবহন শ্রমিকরা। পরে পরিবহণ নেতাদের সাথে বৈঠকে বসে পুলিশ। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের আশ্বাস দেয়ার পর তার অবরোধ প্রত্যাহার করে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর