মোটরসাইকেলে আরোহী দম্পতিকে গাড়িচাপা দেওয়ার ঘটনায় এক চালককে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার হওয়া ওই চালককের নাম আলী হোসেন। রবিবার রাতে রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৭’র একটি দল।
র্যাব-৭ অধিনায়ক লে কর্ণেল এম এ ইউসুফ বলেন, নগরীর ইস্পাহানী মোড় এলাকায় মোটরসাইকেল আরোহী দম্পতিকে গাড়িচাপার ঘটনায় চালক আলী হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার রাতে তাকে রাজবাড়ি থেকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, গত ৬ এপ্রিল ইস্পাহানী মোড় এলাকার মোটরসাইকেলকে চাপা দেয় মিক্সার মেশিনবাহী গাড়ি। এতে ইকবাল হোসেন চৌধুরী এবং তার স্ত্রী সখিনা ফাতেমা নিহত হন।
বিডি প্রতিদিন/এএম