চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা এলাকায় গলায় কাচের টুকরো ঢুকে জয়নাল আবেদীন (৫৮) নামের এক বৃদ্ধ মারা গেছেন। জয়নাল উপজেলার গুলিয়াখালির চান মিয়া বাড়ির মৃত ফোরক আহমদের ছেলে।
গত সোমবার রাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান পাঁচলাইশ থানার পরিদর্শক তদন্ত সাদেকুর রহমান। তিনি বলেন, জয়নাল নামের এক বৃদ্ধা গলায় আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
জানা গেছে, ইফতার পরে জয়নাল আবেদীন হঠাৎ অসুস্থতা বোধ করেন। পরে মাথা ঘুরে জানালায় পড়ে যান। সেখান থেকে গলায় কাচ ঢুকে যায়। পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় লোকজন এসে তার গলায় কাচের আঘাতের চিহ্ন দেখতে পান। এ সময় তার গলা থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএম