চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় রিটু আয় নামে এক যুবককে হত্যায় দায়ের হওয়া মামলায় শুভলব চৌধুরী প্রকাশ বাবু নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে দ্বিতীয় চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সারওয়ার আলমের আদালতের এ রায় দেন। এ সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন। শুভলব প্রকাশ বাবু সীতাকুণ্ড উপজেলার উত্তর মছদ্দার সুলতানা মন্দির সেন বাড়ির সুনীল চৌধুরীর ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অজয় বোস রিংকু বলেন, সীতাকুণ্ডের রিটু আয় নামে এক যুবককে হত্যার দায়ে শুভলব চৌধুরী বাবু নামে এক আসামিকে ৩০২ ধারায় মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২০১ ধারায় ৩ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন