চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা: শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রামের বিভাগীয় সমাবেশে জনতার জোয়ার যেভাবে সারাদেশে গণতন্ত্রকামী মানুষকে আশার আলো দেখিয়েছে। সেভাবে আগামী ২৪ ডিসেম্বর জনতা রাজপথে থেকে প্রমাণ করবে, হামলা মামলা দিয়ে বীর চট্টলার জনতাকে কোন অপশক্তি রুখতে পারবে না।
বৃহস্পতিবার নগরীর নাসিমন ভবন দলীয় কার্যালয় চট্টগ্রাম মহানগর যুবদলের প্রন্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের পরিচালনায় নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর ছিলেন প্রধান বক্তা। বক্তব্য রাখেন যুবদলের সহ-সভাপতি নুর আহমদ গুড্ডু, মোশাররফ হোসেন, এমদাদুল হক বাদশা প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম