২৬ ডিসেম্বর, ২০২২ ১৬:০২

চট্টগ্রামে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রতীকী ছবি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের গহিরা-হেঁয়াকো সড়কে বাসচাপায় মুহাম্মদ ওসমান (২২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার এ দুর্ঘটনা ঘটে। নিহত ওসমান উপজেলার মির্জাহাট এলাকার মোস্তাফিজুর রহমান কালা মনার ছেলে। তিনি পেশায় টাইলস মিস্ত্রি।

ফটিকছড়ি ভূজপুর থানার উপ পরিদর্শক মোহাম্মদ সেলিম বলেন, গহিরা-হেঁয়াকো সড়কে উত্তর প্রান্ত থেকে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী ওসমানকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘাতক বাস পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর