নগরীর কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দীনের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
চসিকের সচিব খালেদ মাহমুদ বলেন, ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষক আলাউদ্দীনের বিরুদ্ধে করা অভিযোগ খতিয়ে দেখার জন্য তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। একই ঘটনায় পৃথক তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু রায়হান দোলন বলেন, আগামীকালের (মঙ্গলবার) মধ্যে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দিতে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে।
এদিকে আন্দোলনের মুখে অভিযুক্ত শিক্ষক আলাউদ্দীনকে নগরীর দক্ষিণ পতেঙ্গা সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ে বদলি করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই