চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্ট থেকে জামায়াত শিবিরের ২৩ নেতাকর্মীকে আটকের পর হাজতে চালান করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে জামায়াতের একটি অনুষ্ঠান চলাকালে তাদের আটক করা হয়।
কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবীর জানান, ওই রেস্টুরেন্টে জামায়াতের একটি অনুষ্ঠান হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করা হয়। পরে যাছাই-বাছাই শেষে ৭ জনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়। বাকি ২৩ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা শেষে হাজতে চালান করা হয়েছে। আটককৃতদের মধ্যে জামায়াত শিবিরের অর্থের জোগানদাতা আলী মনসুর ও মোহাম্মদ জাহাঙ্গীরও আছে। এরমধ্যে মনসুর ২০২২ সালের মে মাসেও গোপন মিটিং করার সময় আটক হয়েছিল। পরে জামিনে বের হয়ে পুনরায় সাংগঠনিক কাজ করছিল।
বিডি প্রতিদিন/এএম