জয়পুরহাটের আক্কেলপুরে ঘরের দেওয়াল কেটে কীটনাশকের দোকানে চুরি হয়েছে। শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময়ে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাশিরা বাজারে জিকো ট্রেডার্সের মালিক আব্দুল ওয়াহেদ হান্নানের দোকানে এ চুরির ঘটনা ঘটেছে।
এরআগে গত বৃহস্পতিবার দিবাগত রাতেও তিলকপুর বাজারে আরও একটি কীটনাশকের দোকানে একই কায়দায় দেওয়াল কেটে কীটনাশক ও নগদ অর্থ নিয়ে গেছে চোরেরা। দোকানের মালিক আব্দুল ওয়াহেদ হান্নান পার্শ্ববর্তী রায়কালী ইউনিয়নের গুডুম্বা গ্রামের বাসিন্দা। এসব তথ্য নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
চুরি যাওয়া দোকানের মালিকের সাথে কথা বলে জানা গেছে, শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান দোকান মালিক হান্নান। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দোকানে এসে দেখেন দোকানের পেছনে দেওয়াল ভাঙ্গা। ওইদিক দিয়ে দোকানের ভিতরে সবকিছুই দেখা যাচ্ছে। সাটার খুলে তিনি দেখতে পান তার দোকান থেকে বাছাই করে বেশি মূল্যের কীটনাশকগুলো নিয়ে গেছে চোরেরা। এছাড়া ক্যাশ বাক্সে থাকা নগদ টাকা নিয়ে গেছে।
দোকান মালিক আব্দুল ওয়াহেদ হান্নান বলেন,‘দেওয়াল কেটে যে পরিমান কীটনাশক চুরি হয়েছে, তাতে আমার অনেক ক্ষতি হয়েছে। এনজিও থেকে ঋণ করে এই দোকান দিয়েছিলাম। এখন কিস্তি দিবো কি করে।’
এরআগে গত বৃহস্পতিবার রাতে তিলকপুর বাজারে যে কীটনাশকের দোকানে চুরি হয়েছে, সেখানে চোরেরা পাশে রাখা বাঁশ দিয়ে মই তৈরি করে পার হয়ে দোকানের দেওয়াল কেটে চুরি করেছে। একই কৌশলেই পরপর দুই রাতে দুটি দোকানে চুরির ঘটনা ঘটে। এতে ব্যবসায়ী মহলে চরম আতঙ্ক বিরাজ করছে।
তিলকপুর বাজারে রোকেয়া ফার্মেসীর মালিক বলেন,‘আসলে এসব কি ঘটছে। পরপর দুইটি বাজারে দুটি দোকানে একই কৌশলে চুরি হলো, সারাদিন দোকানদারী করে রাতে বাড়িতে গিয়ে যে একটু ঘুর আসবো, এই দুই ঘটনার তা হারাম হয়ে গেছে। চুরির ঘটনায় দেখছি পুলিশের ভূমিকাও তেমন নেই। এর পুরো দায় মনে হচ্ছে ব্যবসায়ীদের।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন,‘খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনা স্থলে পাঠানো হয়েছে। অপরাধীদের সনাক্ত করার মাধ্যমে আইনের আওতায় আনার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে।’
বিডি প্রতিদিন/এএম