ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. নাজিম উদ্দিন আলম বলেছেন, পিআর পদ্ধতিতে দেশের জনগণ অভ্যস্ত না।
শনিবার দুপুরে ভোলা সার্কিট হাউস চত্বরে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।
নাজিম উদ্দিন বলেন, পিআর পদ্ধতি কিছু কিছু দেশে সফল হয়েছে, আবার কিছু দেশে সফলতা অর্জন করতে পারেনি। যেমন প্রতিবেশী রাষ্ট্র নেপাল ব্যর্থ হয়েছে। তাই হঠাৎ এ দেশে পিআর চালু করা সম্ভব নয়।
তিনি বলেন, নিম্ন কক্ষে পিআর সম্পূর্ণ অযৌক্তিক। এ অযৌক্তিক দাবি নিয়ে শুধু শুধু ধোঁয়াশা সৃষ্টি করার মানেই হয় না। শুধু শুধু নির্বাচন পেছনের দিকে যাচ্ছে। নির্বাচন পেছাতে গেলে এ সরকারকে ফেল করার জন্য ‘মাফিয়া সরকার’ বেপরোয়া হয়ে উঠেছে।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-আর-রশিদ ট্রুমেন, ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. তসলিমসহ চরফ্যাশন উপজেলা ও ভোলা জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।
বিডিপ্রতিদিন/কবিরুল