চট্টগ্রামে পাহাড় কেটে রাস্তা তৈরির সময় তা ধসে পড়েছে। এতে একজন নিহত এবং ধসে পড়া মাটির নিচে চাপা পড়ে নিখোঁজ রয়েছেন কয়েকজন। নিহত ওই ব্যক্তির নাম খোকা (৪৫)। শুক্রবার সন্ধ্যায় ৬টায় নগরীর আকবরশাহ থানাধীন বেলতলিঘোলা এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম বলেন, ‘জেলা প্রশাসন আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান পাহাড় ধস এলাকায় অবস্থান করে সবকিছু তদারকি করছেন। সরেজমিনে আমরা একজন নিহত ও তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করেছি। এখনো উদ্ধার কাজ চলছে। জেলা প্রশাসক নিহতের দাফন-কাফনের জন্য নগদ ২৫ হাজার টাকা প্রদান করবেন এবং আহতদের চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করবেন।’
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর বলেন, পাহাড় কেটে রাস্তা তৈরির সময় শ্রমিকদের ওপর ধসে পড়ে পাহাড়ের মাটি। এতে ধসে পড়া পাহাড়ের মাটির নিচে চাপা পড়েন শ্রমিকদের কয়েকজন। ঘটনার সাথে সাথে স্থানীয় লোকজন উদ্ধার অভিযান শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার কাজে যোগ দেন।
চট্টগ্রাম ফায়ার স্টেশন অফিসার এনামুল হক বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। এরই মধ্যে একজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় লোকজনের দাবি, আরো কয়েকজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।’
ঘটনার প্রত্যক্ষদর্শী হাফিজুল ইসলাম বলেন, রাস্তা তৈরির জন্য পাহাড়ের পাদদেশ কেটে রিটেইনিং ওয়াল তৈরি করছিলেন ১০ জনের অধিক শ্রমিক। ইফতারের আগে বিকট শব্দে পাহাড় ধসে পড়ে শ্রমিকদের ওপর। এতে ধসে পড়া পাহাড়ের নিচে চাপা পড়ে শ্রমিকরা। স্থানীয় লোকজন পাঁচজন শ্রমিককে উদ্ধার করে। যার মধ্যে খোকা নামে একজন মারা গেছেন।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই নুুরুল আলম বলেন, পাহাড় ধসের ঘটনায় আহত খোকা নামে একজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তদন্ত কমিটি গঠন:
আকবরশাহ এলাকায় পাহাড় ধসের ঘটনা তদন্ত করতে ছয় সদস্যের কমিটি গঠন করে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসানকে এ কমিটির প্রধান করা হয়েছে। কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), চসিক মেয়রের প্রতিনিধি, সিডিএর প্রতিনিধি, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, আকবরশাহ থানার ওসি ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা সদস্য থাকবেন। তদন্ত কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ