৯ এপ্রিল, ২০২৩ ১৮:১১

মাদক মামলায় একজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

মাদক মামলায় একজনের কারাদণ্ড

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় একটি মাদক মামলায় দেলোয়ার হোসেন গাজী (৫৩) নামে এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা এই রায় দেন। দেলোয়ার চাদঁপুর জেলার সদর থানার মৃত আবুল হোসেন গাজীর ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ জানান, ইয়াবা উদ্ধারের মামলায় চার জনের সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় দেলোয়ারকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মামলার নথি থেকে জানা যায়, নগরীর পুরাতন রেলস্টেশন এলাকা থেকে ২০১৮ সালের ৩১ আগস্ট এক হাজার ইয়াবাসহ দেলোয়ারকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর কোতোয়ালী সার্কেল। এ ঘটনায় তৎকালীন কোতোয়ালী সার্কেলের পরিদর্শক মো. মোজাম্মেল হক বাদী হয়ে মামলা করেন। মামলায় তদন্ত শেষে আসামির বিরুদ্ধে একই বছরের ৩১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়।

বিডি প্রতিদিন/এএম

সর্বশেষ খবর