২৯ এপ্রিল, ২০২৩ ১৪:১৪
নিয়ন্ত্রণে ১০ ইউনিট

চট্টগ্রামে রেললাইনের পাশে টায়ারের গোডাউনে আগুন, ট্রেন চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে রেললাইনের পাশে টায়ারের গোডাউনে আগুন, ট্রেন চলাচল বন্ধ

সংগৃহীত ছবি

চট্টগ্রাম নগরের দেওয়ানহাট এলাকায় রেললাইনের পাশে একটি টায়ারের গোডাউনে আগুন লেগেছে। শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

এদিকে, রেললাইনের পাশের অগ্নিকাণ্ডের ঘটনায় সাময়িকভাবে চট্টগ্রাম স্টেশনে কোনো ট্রেন ঢুকতে বা বের হতেও পারছে না। 

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের মাস্টার জাফর আলম সংবাদমাধ্যমকে বলেন, আগুনের কারণে ঢাকা থেকে আসা সোনার বাংলা ট্রেন স্টেশনে ঢুকতে পারেনি। এছাড়া মার্শাল ইয়ার্ড থেকে আসা বিজয় ও মহানগর এক্সপ্রেসও আটকা পড়েছে। আগুন নেভানো হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর