চট্টগ্রাম নগরের খুলশী আমবাগান এলাকায় অভিযান চালিয়ে ১৯ বছর ধরে পলাতক সাজাপ্রাপ্ত আসামি মাজহারুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার তাকে গ্রেফতার করা হলেও সোমবার বিষয়টি জানিয়েছে র্যাব।
র্যাবের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার বলেন, ২০০৩ সালের ১৪ জুন আমবাগান এলাকার বাসায় রেলওয়ে কর্মচারী শফিউদ্দীনের ঘরে প্রবেশ করে গুলি করে পালিয়ে যায় মাজহারুল ইসলাম ও তার সঙ্গীরা। এ ঘটনায় শফিউদ্দীনের স্ত্রী খুলশী থানায় ৭-৮ জনকে আসামি করে মামলা করেন। এরপর থেকে আসামি মাজহারুল ইসলাম পলাতক ছিল।
বিডি প্রতিদিন/এএম