চট্টগ্রামের মীরসরাই উপজেলার বঙ্গবন্ধু শিল্পাঞ্চল এলাকা থেকে একটি মৃত মায়া হরিণের মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার শিল্পাঞ্চল পুলিশ ফাঁড়ির পাশে এটি পাওয়া যায়।
বন বিভাগ জানায়, মৃত হরিণের মরদেহ দেখে পুলিশ বন বিভাগকে খবর দেয়। বন বিভাগের কর্মীরা গিয়ে মরদেহ উদ্ধার করে মীরসরাই রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়েছে।
রেঞ্জ কর্মকর্তা আবদুল গফুর মোল্লা বলেন, মৃত হরিণটির মৃত্যুর কারণ উদঘাটনের জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল