চট্টগ্রামের কলেজ ছাত্র আসকার বিন তারেক ইভান হত্যা মামলার আরেক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ওই যুবকের নাম অনিক দে অন্তু। শুক্রবার রাতে নগরীর কোতোয়ালী থানাধীন হেমসের লেইন এলাকা থেকে অন্তুকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।
কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবীর বলেন, ইভান হত্যা মামলার তদন্তে অন্তুর নাম উঠে আসে। শুক্রবার রাতে তাকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হয়। অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এ হত্যা মামলার ১০ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রসঙ্গত, ২০২২ সালের ২২ এপ্রিল কিশোর গ্যাংয়ের হাতে খুন হন ইভান। এ ঘটনায় ইভানের বাবা এস এম তারেক বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন।
বিডি প্রতিদিন/এএম